![](https://media.priyo.com/img/500x/http://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2020/02/24/650x365/kiara_pic.jpg)
নকল করে ‘খোলামেলা’ ফটোশুট
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২২
বলিউড তারকা কিয়ারা আদবানির খোলামেলা ফটোশুট নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন অভিযোগ উঠল এ ফটোশুটের আইডিয়াটি নকল। এরপর থেকেই বলিউডের আলোচিত ফ্যাশন ফটোগ্রাফার ডাব্বু রতনানীর বিরুদ্ধে শুরু হয় সমালোচনা। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি খোলামেলা ফটোশুট করে আলোচিত হন কিয়ারা আদবানি। ডাব্বু রতনানীর ২০২০ সালের ক্যালেন্ডার ফটোশুটের অংশ হিসেবে এ ছবি তোলেন কিয়ারা। তিনি ছাড়াও ভিকি কৌশল, ভূমি পেড়নেকর, আলিয়া ভাটের মতো তারকারাও এ ফটোশুটে অংশ নেন। তবে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে কিয়ারার ছবিটি নিয়ে। ডাব্বুর তোলা কিয়ারার…