![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2019%2F12%2F01%2Fdmc-morgo.jpg%3Fitok%3DKkt-HZf8)
বউ বাজারে ছুরিকাঘাতে মোটরসাইকেল মেকানিক খুন
এনটিভি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২০
রাজধানীর হাতিরঝিলের বউ বাজার এলাকায় ছুরিকাঘাতে শিপন হাসান (১৮) নামের এক মোটরসাইকেল মেকানিক খুন হয়েছেন। আহত হয়েছে তাঁর বন্ধু মানিক মিয়া (১৭)। মানিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বনশ্রীতে পূর্বশত্রুতার জেরে ওমর আলী (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত পৌনে ৯টায় এই পৃথক ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত শিপনের ছোটবোন সুমাইয়া আক্তার জানায়, তারা হাতিরঝিল মধুবাগ এলাকায় থাকে। বাবার নাম সাইদুল ইসলাম। দুই ভাইবোনের মধ্যে বড় শিপন। মানিকও একই এলাকায় থাকে। শিপন হাজিপাড়ায় একটি মোটরসাইকেল মেকানিকের দোকানে কাজ করতেন। মানিকও একই ধরনে