আড়াই বছরেও বয়স্কভাতার চেক ভাঙাতে পারেননি নুরুল ইসলাম

এনটিভি প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪০

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অসহায় এক বৃদ্ধ প্রায় আড়াই বছর ব্যাংক ও সমাজসেবা অফিসে ধরনা দিয়েও তাঁর বয়স্ক ভাতার চেক ভাঙাতে পারেননি। উল্টো সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বাজে আচরণ করেন বলে অভিযোগ করেন বৃদ্ধ নুরুল ইসলাম (৭০)। বৃদ্ধ নুরুল ইসলাম জানান, ২০১৮ সালের ৯ আগস্ট এবং ২০১৯ সালের ১০ এপ্রিল শ্রীপুর উপজেলা সমাজসেবা অফিস থেকে ইস্যুকৃত বয়স্কভাতার দুটি চেক পেয়েছেন তিনি। তাঁর ওই চেকের টাকা তুলতে তিনি সাত বার সমাজসেবা অফিস ও স্থানীয় সোনালী ব্যাংকে যোগাযোগ করেন। কিন্তু চেকের টাকা তিনি তুলতে পারেননি। ‘ব্যাংকে গেলে কর্মকর্তারা বলেন, সমাজসেবা অফিসের তালিকার সঙ্গে আমার পাস বইয়ের তথ্যের গড়মিল থাকায় টাক

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও