![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F02%2F22%2Factor-case-pic.jpg%3Fitok%3D1tAQ6m-J)
পরকীয়ার অভিযোগে অভিনেতার বিরুদ্ধে মামলা করলেন স্ত্রী
এনটিভি
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫০
বিয়ের পেরিয়েছে দীর্ঘ ৩২ বছর। এক সন্তানের জনক-জননী তাঁরা। এরই মধ্যে অভিনেতা স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে আদালতে বিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী। এমনটি ঘটেছে ভারতে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, ১৯৮৮ সালে বলিউড অভিনেতা রঘুবীর যাদবের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আন্তর্জাতিকমানের নৃত্যশিল্পী পূর্ণিমা খার্গা। বলিউডে রঘুবীর যখন নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে ব্যস্ত, তখন তাঁর পাশে থেকে সাহস জুগিয়েছেন পূর্ণিমা। এমনকি নিজের ক্যারিয়ার নিয়েও আর কিছু ভাবার সময় পাননি তিনি। কিন্তু রঘুবীর নাকি এ সবের কোনো মূল্য দেননি কখনোই। এমনকি একের পর এক পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন তিনি। প্রতিবেদনে আরো বলা