যমুনার চরে খেসারি কলাই
প্রথম আলো
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪১
যমুনা নদীর বুকে জেগে আছে বিশাল চর। চরের বুকে খেসারি কলাইয়ের আবাদ। খেত ভরা বাহারি খেসারি ফুল আর অপক্ব সবুজ শিম। এই কলাই শাক খেতে পছন্দ করেন নদীর তীরবর্তী এলাকার মানুষ। নদীর চরে গিয়ে দেখা যায় নারীরা কলাই শাক তোলার কাজে ব্যস্ত। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি গ্রাম এলাকার চর থেকে ছবির গল্প।