![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020February/sm/220200221114330.jpg)
ভাষা শহীদ সালাম নগরের প্রবেশমুখে ময়লার ভাগাড়!
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৩
ফেনী: ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মাতুভূঞাঁ সেতুর পাশ দিয়ে খালপাড়ের একটি মেঠো পথ দিয়ে যেতে হয় মহান ভাষা শহীদ আবদুস সালামের জন্মভূমি সালাম নগর, সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারে। দীর্ঘদিন ধরে এ মাতুভূঞাঁ সেতুর পাশেই ময়লার ভাগাড় তৈরি করেছে দাগনভূঞাঁ পৌরসভা। বিকট দুর্গন্ধ ও ময়লা আবর্জনার কারণে সেখানে চলা দায় হয়ে পড়েছে পথচারীদের। ময়লা দিয়েই যেন অভ্যর্থনা জানানো হচ্ছে সালাম স্মৃতি পাঠাগার ও গ্রন্থাগারে আগতদের।