তুরস্ক ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৭

সিরিয়ার বিমান হামলায় দুই তুরস্ক সেনা নিহত হওয়ার সাথে সাথে বৃহস্পতিবার তুরস্ক ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। দামেস্ক সরকারকে সমর্থনকারী মস্কো সিরিয়ায় সন্ত্রাসবাদীদের সমর্থন করার অভিযোগ এনেছে আঙ্কারার বিরুদ্ধে। এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সিরিয়ার ইদলিব প্রদেশে বিমান হামলায় দুই সেনা নিহত হওয়ার পাশাপাশি পাঁচজন আহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়নি কে এই হামলার জন্য দায়ী তবে এতে বলা হয়েছে যে ট্যাঙ্ক এবং আর্টিলারি সহ ৫০ টিরও বেশি সিরিয়ার সরকারের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তাত্ক্ষণিকভাবে প্রতিশোধ নেওয়া হয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক ফাহরেটিন আল্টুন সরাসরি দামেস্কের দিকে ইঙ্গিত করেছেন। আল্টুন টুইটারে লেখেন, "ইদলিবে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য গিয়েছিলেন তুর্কি সেনারা। সিরিয়া সরকার দ্বারা চালিত আক্রমণে তুর্কি সেনারা নিহত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও