জ্যাকবের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ ঠিকাদারদের
ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলায় ঠিকাদারি কাজের জন্য ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে ২০ শতাংশ কমিশন দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা প্রেসক্লাবে ঠিকাদারদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, কমিশন না দেওয়ার কারণে ভোলার ঠিকাদাররা চরফ্যাশন ও মনপুরায় কোন উন্নয়নমূলক কাজ করতে পারছেন না।
এ সময় ঠিকাদাররা এসব অন্যায় ও দুর্নীতির যথাযথ তদন্ত করে প্রধানমন্ত্রীর কাছে বিচারসহ তাদের উন্নয়ন কাজের সাইড বুঝিয়ে দেওয়ার দাবি জানান। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি মানা না হলে তারা ভোলা এলজিইডি অফিস ঘেরাও, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনসহ ৫ দফা কর্মসূচি ঘোষণা করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.