স্তন ঝুলে যাওয়া নিয়ে ভুল ধারণা
প্রতিদিনের সংবাদ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪০
য়স বাড়ার সঙ্গে সঙ্গে স্তন ঝুলে যাওয়া একটি সাধারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। মাধ্যাকর্ষণ এবং স্তন চামড়ার স্থিতিস্থাপকতা হারানো বা হ্রাস পাওয়ার ফলে পেশিকলা, অস্থিবন্ধনী এবং চামড়া আপনার স্তনকে যে ধরে রাখে, তা ক্রমেই দুর্বল হয়ে যাওয়ার ফলস্বরূপ স্তন ঢিলে হয়ে যায় এবং তার যৌবনরূপ হারাতে থাকে। এমনকি জিনতত্ত্বীয় কারণে অল্প বয়সে স্তন ঢিলে হয়ে যাওয়া তথা ঝুলে যেতে পারে। স্তন ঝুলে যাওয়ার কিছু কারণ : ২২ থেকে ২৩ বছর বয়সে স্তন ঝুলে যাওয়ার নানাবিধ কারণ থাকতে পারে। বিএমআই (Body mass index) বৃদ্ধি, স্তনের অতিরিক্ত আকার এবং ধূমপান (প্রত্যক্ষ/পরোক্ষ) প্রায় যেকোনো বয়সেই নারীর স্তন ঝুলে যাওয়ার অন্যতম কারণ। তাছাড়া যেসব খেলাধুলায় স্তন সজোরে লাফালাফি করে যেমন ব্যাডমিন্টন, দৌড়, উচ্চলম্ফ ইত্যাদি কারণে স্তন ঝুলে যাওয়ার জন্য ব্যাপক ভূমিকা রাখে।