চসিকের একুশে স্মারক ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা
বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নগরের ১৫ গুণীজনকে মহান একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার-২০২০ দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে চসিক আয়োজিত মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বইমেলার মঞ্চে বিকেল ৪টায় স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার দেওয়া হবে। প্রধান অতিথি থাকবেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন এ ছাড়া মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন ২০ দিনব্যাপী বইমেলা আয়োজনের পাশাপাশি শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সিটি মেয়রের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সন্ধ্যায় এমএ আজিজ স্টেডিয়াম চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.