বিশেষ দিবস ছাড়া উত্তোলন হয় না জাতীয় পতাকা!
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৯
জাতীয় বা বিশেষ দিবস ছাড়া রাজবাড়ীর অনেক সরকারি দফতরে উত্তোলন হয় না জাতীয় পতাকা। বিষয়টি ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে অবমূল্যায়ন হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বাহক জাতীয় পতাকার। এদিকে পতাকা উত্তোলনের নীতিমালা নিয়ে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাধারণ মানুষ বলছেন, বহু আন্দোলন-সংগ্রাম আর রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা। এই পতাকার মাধ্যমে সারাবিশ্ব বাংলাদেশকে চেনে। সেই জাতীয় পতাকা নিয়মিত উত্তোলন না করে সেটির অবমূল্যায়ন করা হচ্ছে। অপরদিকে জেলা প্রশাসক বলছেন, জেলার অনেক সরকারি দফতরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন। প্রতিটি দফতরপ্রধানদের সাথে এ বিষয়ে কথা বলবেন।