![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2017/11/01/f8daffa91ff34cdb66f6fc9ef50809b8-59f963d716138.jpg?jadewits_media_id=1052806)
সোমবারের মধ্যে গ্রামীণফোনকে দিতে হবে ১০০০ কোটি টাকা
প্রথম আলো
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১০
আগামী সোমবারের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ১০০০ কোটি টাকা পরিশোধ করতে হবে গ্রামীণ ফোনের। আপিল বিভাগ এই অর্থ পরিশোধ করতে বলেছেন। একই সঙ্গে আগামী সোমবার গ্রামীণ ফোনের রিভিউ আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ।