কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একশ’র বেশি বিয়ের ঘটক এ গাছ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২২

বেগুনি রঙের একটি খামে চিঠি এসেছে। একজন ডাকপিয়ন এলেন চিঠিটি নিয়ে। প্রায় তিন মিটারের কাঠের মই বেয়ে উপরে উঠলেন চিঠিটি ডাকে ফেলার জন্য। এতো উপরে ডাকবাক্স! ডাকবাক্সটি আসলে একটি ওক গাছ। আর তার কাছে প্রেরকের চাওয়া ‘ভালো একজন জীবনসঙ্গী’। প্রায় পাঁচশ’ বছরের পুরনো এই ওক গাছটি একশ’র বেশি বিয়ের ঘটক।  ব্রাইডগ্রুম গাছ বা বর-বউ এই গাছটি প্রায় একশ’ বিয়ের ঘটকের দায়িত্ব পালন করেছে। অর্থাৎ চিঠিতে খুঁজে নিয়ে প্রিয়তম-প্রিয়তমা এরপর তাকে নিয়ে ঘর বাঁধা। যেমন বেগুনি খামটিতে ছিল ৫৫বছর বয়সী নারীর চিঠি। চিঠিটি এসেছে ব্যাভারিয়ার ডেনিস থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও