![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F02%2F20%2Fgp-btrc.jpg%3Fitok%3D8GfbnvfL)
সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দিতে জিপিকে নির্দেশ
এনটিভি
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২০
আগামী সোমবারের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা এক হাজার কোটি টাকা পরিশোধ করতে বেসরকারি মুঠোফোন অপারেটর গ্রামীণফোনকে (জিপি) নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘আদালতের আদেশকে ছোট করে দেখার মানসিকতা পরিহার করতে হবে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ছোট কোর্ট নয়। টাকা কমানো হবে না, টাকা দিতেই হবে।’ আদালতে গ্রামীণফোনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। অন্যদিকে বিটিআরসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবু