![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2017/10/19/d683f8db693a747b0089b3f8ed5bfda4-59e825108150e.jpg?jadewits_media_id=1039046)
মুঠোফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় তরুণ নিহত
নরসিংদী শহরের আরশীনগর রেলক্রসিং এলাকায় চট্টগ্রামগামী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে আরশীনগর রেলক্রসিং থেকে ১০০ মিটার দূরে একটি কালভার্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। তরুণ ওই সময় মুঠোফোনে কথা বলছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।