বেনারসিপল্লীর শাড়ি ব্যবসার আড়ালে ‘পুকুরচুরি’
ভ্যাট ফাঁকির মহোৎসব চলছে মিরপুর বেনারসিপল্লীতে। যুগ যুগ ধরে নামি-দামি বেনারসি শাড়িতে কোটি কোটি টাকার ব্যবসা করলেও এখানকার ১৩৭টি প্রতিষ্ঠানের কোনোটিরই নেই ভ্যাট নিবন্ধন ও ট্রেড লাইসেন্স। বছরে কোটি টাকার ভ্যাট প্রযোজ্য হলেও ‘থোক’ হিসেবে কয়েক হাজার টাকা দিয়ে বছরের পর বছর ব্যবসা করে আসছেন বেনারসিপল্লীর শাড়ি ব্যবসায়ীরা। ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের আকস্মিক এক অভিযানে ধরা পড়ে বেনারসিপল্লীর শাড়ি ব্যবসার আড়ালে ‘পুকুরচুরি’র এ ঘটনা। ঐতিহ্যবাহী ও অভিজাত বেনারসিপল্লীর শাড়ি বাজারের বিপুল অঙ্কের ভ্যাট ফাঁকির ঘটনা ধরা পড়ার পর রীতিমতো বিস্মিত ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট। এ বিষয়ে কমিশনার ড. মইনুল খান কালের কণ্ঠকে বলেন, ‘আমরা বেশ আগে থেকেই এসব প্রতিষ্ঠানের মালিকদের ভ্যাট নিবন্ধন নেওয়া ও যথাযথ ভ্যাট দেওয়ার জন্য নোটিশ করেছি। তারা কর্ণপাত করেনি। অবশেষে রাজস্ব আয় ও ব্যবসায় স্বচ্ছতার স্বার্থে আমরা অভিযান শুরু করেছি। বিস্ময়কর যে বছরের পর বছর এরা বিপুল অঙ্কের মুনাফা করেও বড় অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। অভিযানে বিষয়টি ধরা পড়েছে।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- ট্রেড লাইসেন্স
- বেনারসি পল্লী
- ঢাকা