কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাফুফের সালাউদ্দিন আর কবে মাঠের সালাউদ্দিন হবেন?

প্রথম আলো প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৫

গত নির্বাচনের আগে সালাউদ্দিন বলেছিলেন, ওটাই তাঁর শেষ নির্বাচন। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সবকিছু গোছাতে পারলে তাঁর আর বাফুফের সভাপতি থাকার প্রয়োজন হবে না। সেই তিনি এখন বলছেন, অসমাপ্ত কাজ শেষ করতে তাঁর আরেক মেয়াদ লাগবে। কতটা পথ পেরোলে জিরোবে পাখির ডানা? সহজ উত্তর, ক্লান্ত হলে। কাজী সালাউদ্দিন তেমন নন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে তিন মেয়াদে তাঁর প্রায় ১২ বছর শেষ, চতুর্থ মেয়াদে প্রবেশের ক্ষণ গুনছেন। নির্বাচনী মাঠে বড় কাঁটা তরফদার রুহুল আমিন হঠাৎই সরে গেছেন। ব্যতিক্রম কিছু না হলে সম্ভবত কাজী সালাউদ্দিনই আগামী এপ্রিলের শেষ দিকে আরেক দফা বাফুফে সভাপতি হতে যাচ্ছেন। গত নির্বাচনের আগে সালাউদ্দিন বলেছিলেন, ওটাই তাঁর শেষ নির্বাচন। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সবকিছু গোছাতে পারলে তাঁর আর বাফুফের সভাপতি থাকার প্রয়োজন হবে না। সেই তিনি এখন বলছেন, অসমাপ্ত কাজ শেষ করতে তাঁর আরেক মেয়াদ লাগবে। চতুর্থবার নির্বাচিত হলে কী করবেন কাজী সালাউদ্দিন, সেটাই প্রশ্ন। আর কী করেছেন গত ১২ বছরে, সেটিও বিশ্লেষণের দাবি রাখে। সব বাদ দিয়ে গত চার বছরের খতিয়ান বলছে, বয়সভিত্তিক ও জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফের পেছনে কাঁড়ি কাঁড়ি অর্থ ব্যয় আর বয়সভিত্তিক স্তরে কিছু সাফল্য ছাড়া দৃশ্যমান বড় অর্জন নেই এই সময়ে। চার বছরে ১০০ কোটি টাকার ওপরে খরচ করেছে বাফুফে। যার মধ্যে প্রশাসনিক ব্যয়ই প্রায় ৪০ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও