নতুন যত ভীতি!

ইত্তেফাক প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০২

গ্রিক শব্দ ‘ফোবোস’ থেকে ‘ফোবিয়া’ শব্দের উত্পত্তি। ফোবিয়ার বাংলা অর্থ মৃত্যুভীতি। ফোবিয়া বা ভীতি এমন এক অনুভূতি যা থেকে মানুষের মধ্যে উদ্বগ ও আতঙ্কের জন্ম দেয়। এর থেকে অনেক সময় সাময়িকভাবে মানুষের আচরণগত অসঙ্গতি তৈরি হয়। কারো উচ্চতা ভীতি কাজ করে, কারো পানির ভীতি কাজ করে। তবে গত কয়েক বছরে মানুষের ভেতরে কিছু নতুন ভীতির সৃষ্টি হয়েছে। নতুন সৃষ্টি হওয়া ভীতি বা ফোবিয়ার মধ্যে অন্যতম ইকো অ্যাংজাইটি। বিশ্ব উষ্ণায়ন, ঘন ঘন আবহাওয়ার বদল, প্রাকৃতিক দুর্যোগের প্রকোপের কারণে তৈরি হয়েছে এই ইকো অ্যাংজাইটি; বিশেষ করে তরুণদের মধ্যে। এদের অনেকেরই ভীতি যে বিশ্ব উষ্ণায়নে এই বুঝি পৃথিবী ধ্বংস হয়ে গেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও