ঘরের কফি
প্রথম আলো
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৪
কফিশপগুলোয় মানুষের ভিড় দেখলেই বোঝা যায় দিন দিন বাড়ছে এই পানীয়ের জনপ্রিয়তা। যাঁরা কফির সমঝদার, তাঁদের কাছে দিনদুনিয়া উদ্ধার করে হলেও এক পেয়ালা কফি কোনো না কোনোভাবে চাইই। আজ তেমনই কফিপ্রেমী অথবা উঠতি কফিপ্রেমীদের জন্য থাকছে কিছু রেসিপি, যেন খুব ঝোঁক চাপলে আর কফিশপের খোঁজে ছুটতে না হয়। যাতে বাড়িতেই বানিয়ে ফেলা যায় পছন্দের কফি, পান করতে করতে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখও রক্ষা করা...
- ট্যাগ:
- লাইফ
- রেসিপি
- কফি রেসিপি