![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/thumb/msid-74187594,width-1200,height-630,resizemode-4/year-ender-poll.jpg)
ইউকে, ফ্রান্সকে ছাড়িয়ে বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এল ভারত
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৪
business news: ২০১৯-এ ভারতের জিডিপি ২.৯৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। যেখানে ইউকে-র জিডিপি ২.৮৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ফ্রান্সের ২.৭১ ট্রিলিয়ন মার্কিন ডলার। রিপোর্টে আরও বলা হয়েছে যে ভারতের পিপিপি বা পারচেসিং পাওয়ার প্যারিটি জাপান ও জার্মানির থেকে ভালো।