১২ টাকার টিকিট ১৩ টাকা, ১০ হাজার জরিমানা করল ভোক্তা অধিকার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৩
লোকাল ট্রেনে পোড়াদহ থেকে মাছপাড়ায় যেতে নির্ধারিত ভাড়া জনপ্রতি ১২ টাকা। কিন্তু ইফতেখার খান প্রতীকের কাছে ১৩ টাকা ভাড়া আদায় করেছিল ট্রেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নাজ কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি। এ ঘটনায় সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ জরিমানা আদায় করে ২৫ শতাংশ অভিযোগকারীর হাতে তুলে দেয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার খান প্রতীক গত ২২ জানুয়ারি পোড়াদহ থেকে মাছপাড়া যেতে লোকাল ট্রেনের টিকিট কাটেন। এ সময় দুটি টিকিটের দাম তার কাছে নেয়া হয় ২৬ টাকা।