You have reached your daily news limit

Please log in to continue


কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ কারাবন্দি রয়েছেন। বর্তমানে কারাগারগুলোতে আসামি ধারণক্ষমতা ৪৬ হাজারের মতো কিন্তু আজ পর্যন্ত ৮৮ হাজারের বেশি কারাবন্দি কারাগারে। সোমবার বিকেলে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতায় আসার পর ২০১৩ সাল থেকে টানা অগ্নি-সন্ত্রাস শুরু হয়েছিল। সেই সময় কে কাকে কখন হত্যা করা হচ্ছিল, হত্যার একটা হলিখেলা শুরু হয়েছিল। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজকে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন করতে পেরেছি। দেশের মানুষকে একত্রিত করে জঙ্গি দমনে সফল হয়েছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন