ভিডিও স্টোরি: ব্যক্তিগত সংগ্রহে প্রায় হাজারখানেক পুরনো আর দুর্লভ রেডিও সেট
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৭
আজকাল এফএম রেডিওর যুগে হারিয়ে যেতে বসেছে রেডিও সেট। পুরনো আর দুর্লভ এই রেডিও সেটগুলোর মালিক আগারগাঁ এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেন। তার কাছে এ ধরণের রেডিও সেটের সংখ্যা ৮০০ থেকে ১০০০ এর মতো। স্কুলে পড়ার সময় থেকে শুরু করে গত প্রায় ৩৪ বছর ধরে রেডিও সেট সংগ্রহ করে চলেছেন তিনি।
- ট্যাগ:
- ভিডিও
- রেডিও
- দুর্লভ রেডিও