![](https://media.priyo.com/img/500x/http://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2020/02/14/650x365/Faria_Opu.jpg)
ভালোবাসা দিবসে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩১
আজ বিশ্ব ভালোবাসা দিবস। উৎসবমুখর পরিবেশে বিশ্বব্যাপী দিনটি পালিত হচ্ছে। প্রেমিক যুগলের কাছে অন্যসব দিনের চেয়ে এই দিনের গুরুত্ব অনেক বেশি। দিনটি তাদের কাছে স্মরণীয়ও বলা যায়। এদিনের একটি স্মৃতির কথা আমার সারা জীবন মনে থাকবে। ঘটনাটি ২০১৬ সালে। আমার বরের (হারুনুর রশীদ অপু) সঙ্গে পরিচয় হয় ২০১৫ সালের শেষ দিকে। আমাদের প্রথম ভালোবাসা দিবস ২০১৬ সালে। আগের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি থেকে অনেক এক্সাইটেড ছিলাম। আগামীকাল কী করবো, কোথায় কোথায় ঘুরতে যাব, আরও কত কি। এদিকে আমাদের প্রথম ভালোবাসা…