৫৩ দিন সাইকেল চালিয়ে উমরা পালনে তিউনিসিয়ান নারী
বার্তা২৪
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪২
মানুষের দৃঢ় ইচ্ছাশক্তি ও একনিষ্ঠ সাধনার কাছে প্রচলিত রীতি, প্রথা এবং আইন পৌণ বিষয়। এটা নতুন কোনো বিষয়। না হলে যে মক্কায় ৪৫ বছরের কম বয়সী কোনো নারীর মাহরাম ছাড়া প্রবেশ নিষেধ, সেখানে একাকি যাওয়া এক নারীকে নিয়ে সবার আগ্রহ কেন? নিষেধের বেড়াজাল নয়, উল্টো অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি। কারণ এই নারী সাধারণ কোনো নারী নন। তিনি ৫৩ দিনে প্রায় ৫ হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে মক্কা এসেছেন একা। উদ্দেশ্য উমরা পালন।সারা হাবা। আফ্রিকার উত্তরতম দেশ তিউনিসিয়ার নারী সাইক্লিস্ট। তিনি সাইলেল চালিয়ে পবিত্র উমরা পালনে সৌদি আরবের মক্কা নগরীতে পৌঁছেছেন। তিউনিসিয়া থেকে মক্কায় পৌঁছাতে তার সময় লেগেছে ৫৩ দিন, দীর্ঘ এ পথ তিনি একাই পাড়ি দিয়েছেন। যদিও ইসলামের বিধানমতে, কোনো নারীর জন্য একাকী হজ ও উমরার সফরে যাওয়া বৈধ নয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নারী
- সাইকেল
- উমরাহ
- সৌদি আরব