লবণাক্ততাই এখন বড় শত্রু
সমকাল
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৫
ক্রমাগত বদলাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য। জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, পলি পড়া ও দূষণের কারণে ঘটছে এ পরিবর্তন। এ ছাড়া বনসংলগ্ন এলাকায় শিল্প কারখানা স্থাপন, বনের মধ্য দিয়ে ভারী নৌযান চলাচল, নিয়ন্ত্রণহীন পর্যটনসহ মানুষের বিভিন্ন আগ্রাসনকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। কিন্তু পরিবর্তন পর্যবেক্ষণ বা মোকাবিলায় তেমন কোনো পদক্ষেপ নেই বন বিভাগের। এমনই অবস্থায় আজ ১৪ ফেব্রুয়ারি পালিত হবে সুন্দরবন দিবস। ২০০১ সাল থেকে সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে বেসরকারিভাবে পালিত হয়ে আসছে দিনটি।