![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/02/13/140244japan.gif)
দীর্ঘায়ুর রহস্য ফাঁস করলেন বিশ্বের ১১২ বছর বয়সী প্রবীনতম
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০২
১১২ বছর বয়সী একজন জাপানী ব্যক্তি বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তিনি তার দীর্ঘায়ু জীবন লাভের গোপন রহস্যের কথা বলেছেন। এই দীর্ঘজীবনের নেপথ্যের কারণ হিসেবে 'হাসি' কিংবা সবসময় হাসিখুশিতে থাকার বিষয়টি উল্লেখ করেছেন তিনি। ওই প্রবীণ ব্যক্তির নাম চিত্তসু ওয়াটানাবে। ১৯০৭ সালের ৫ মার্চ নাইটাটা প্রদেশের জোয়েতসুর নার্সিংহোমে তিনি জন্মগ্রহণ করেছেন। সম্প্রতি তিনি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড সংস্থার কর্মকর্তার হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করেন। তিনি এখনও সুস্বাস্থ্যের অধিকারী বলে জানা গেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- লাইফ
- রহস্য
- দীর্ঘ আয়ু