![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F02%2F11%2Fshahin-1.jpg%3Fitok%3DnAm5mmA1)
শাহীন সুমনের ‘গ্যাংস্টার’-এ ঋত্বিকা সেন
এনটিভি
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৫
নতুন চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক শাহীন সুমন। ‘গ্যাংস্টার’ নামের ওই চলচ্চিত্রে অভিনয় করছেন ভারতের কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেন। তাঁর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন বাংলাদেশের চিত্রনায়ক শান্ত খান। এ ছাড়া দেশ-বিদেশের আরো কয়েকজন জনপ্রিয় শিল্পীকে ওই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বলে জানান সুমন। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। নারায়ণগঞ্জের একটি বাড়িতে প্রথম পর্বের শুটিং করা হবে। এতে অংশ নিতে আজ ১১ ফেব্রুয়ারি সন্ধায় ঢাকায় আসছেন ঋত্বিকা সেন। সাতদিনের শুটিং করে কলকাতা ফিরে যাবেন তিনি। এ বিষয়ে শান্ত খান বলেন, ‘প্রথম পর্যায়ে টানা ১০ দিন শুটিং করা হবে। এরই মধ্যে আমি দুটি চলচ্
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা
- ঋত্বিকা সেন
- ঢাকা