সংসদে আকবরদের জন্য প্লট-সম্মানী-বিনামূল্যে শিক্ষার দাবি
সমকাল
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৫
বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের রাষ্ট্রীয় খরচে শিক্ষার ব্যয়ভার বহন করার জন্য দাবি উঠেছে জাতীয় সংসদে।সোমবার গণফোরামের সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান। সুলতান মনসুর বলেন, ‘অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা যতদিন পড়াশোনা করবে ততদিন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে সেই অর্থ যেন রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়।’ ‘১৯৭১ সালে পাকিস্তানকে হারিয়ে স্বাধীনতা লাভ করেছি। এবার ভারতের মতো দেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছি,’ বলেন সুলতান মোহাম্মদ মনসুর। তিনি বলেন, ‘প্রমাণ করেছি, উপমহাদেশে বাংলাদেশ অগ্রগামী দেশ।’