মা হতে যাচ্ছেন লাঙ তারকা অভিনেত্রী তাসনুভা এলভিন। এ তথ্য জানিয়েছেন তাসনুভা এলভিন। আপাতত অভিনয় থেকে দূরে রয়েছেন তাসনুভা। আগামী জুলাইয়ের মাঝামাঝি সময় ঘর আলো করে আসবে তাসনুভার সন্তান। সবকিছু ঠিক থাকলে সন্তান জন্মের পর আবার অভিনয়ে ফিরবেন। এ অভিনেত্রী বলেন, প্রতিটি নারীর কাছে এ সময়টা অন্যরকম এক আনন্দের। গত ৬ মাস ধরে কোনো শুটিং করছি না। বাসায় দিন কাটাচ্ছি। ইউটিউবে নিজের কাজগুলো দেখছি আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ২০১৭ সালের ২৬ মার্চ ভালোবেসে ফাহাদ রিয়াজীর সঙ্গে ঘর বাঁধেন তাসনুভা। পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি তাদের প্রথম সন্তান। ২০১০ সালে লাঙ প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন তাসুনভা এলভিন। তারপর নাম লেখান বিজ্ঞাপন ও নাটকে। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘কাচের পুতুল’, ‘খানদানি মঞ্জিল’, ‘মিস্টার টেনশন’ প্রভৃতি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.