বাবর আজমের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে বড় লিডের পথে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৪২ রান, লিড ১০৯ রানের। বাবর আজম অপরাজিত আছেন ১৪৩ রানে। এর আগে সেঞ্চুরি তুলে নেন ওপেনার শান মাসুদ। বাংলাদেশের হয়ে দুই উইকেট নিয়েছেন পেসার আবু জায়েদ রাহি। ব্যক্তিগত ২ রানে বাবর আজমের এই সহজ ক্যাচটা নিতে পারেন নি এবাদত। এই সুযোগটার ষোলোআনা কাজে লাগিয়ে এই বাবর আজমই দিন শেষে হয়ে আছে বাংলাদেশের গলার কাটা। সেঞ্চুরিকে টেনে নিয়ে করেছেন ক্যারিয়ার সেরা স্কোরে। অপরাজিত আছেন ১৪৩ রানে। ক্যাচটা নিলে হয়তো দিন শেষের স্কোরটা হতে পারতো ভিন্ন। যদিও নতুন বলে দিনের শুরুতে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন আবু জায়েদ রাহী। আগের দুই টেস্টে সেঞ্চুরি হাকিয়ে আলোচিত আবিদ আলী ফিরে যান শূন্য রানে। এরপর শান মাসুদ ও অধিনায়ক আজহার আলী ইনিংস টেনে নেন বেশ খানিকটা। লাঞ্চের আগে আবারো আঘাত রাহীর। এবার তার শিকার অধিনায়ক আজহার আলী। ফিরে যান ৩৪ রানে। দ্বিতীয় জীবন পেয়ে বাবর আজম খেলতে থাকেন ওয়ানডে মেজাজে। দ্বিতীয় সেশনের প্রায় পুরোটাই পাকিস্তানের দুই ব্যাটসম্যান খেলেন দাপট নিয়ে। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেয়ার পরই তাইজুলের শিকার হয়ে আউট হন এই ওপেনার। দিনের বাকি সময়টুকুতে আর কোনো খুশির খবর দিতে পারেনি বাংলাদেশের বোলাররা। রুবেল-এবাদতরা রান দিয়ে গেছেন উদার হাতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.