বাবরের দুরন্ত ব্যাটে দ্বিতীয় দিনেই পাকিস্তানের লিড
বাবর আজম ও শান মাসুদের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ার পথে পাকিস্তান ক্রিকেট দল। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের করা ২৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনেই লিড নেয় পাকিস্তান। তিন উইকেটে ৩৪২ রান সংগ্রহ করেছে স্বাগকিতরা। দুই দিনের খেলা শেষে বাবর আজমদের লিড ১০৯ রান। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলংকার পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করেছেন বাবর আজম। ক্যারিয়ারের ২৬তম টেস্টে পঞ্চম সেঞ্চুরি করা বাবর দ্বিতীয় দিন শেষে ১৯২ বলে ১৯টি চার ও এক ছক্কায় ১৪৩ রানে অপরাজিত রয়েছেন। ১১১ বলে ৮টি চারে ৬০ রানে অপরাজিত আসাদ শফিক। এর আগে সেঞ্চুরি করে সাজঘরে ফিরেছেন পাকিস্তানের তরুণ ওপেনার শান মাসুদ। শুক্রবার শুরু হওয়া রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ দল। জবাবে শনিবার ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রানে ওপেনার আবিদ আলীর উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া পাকিস্তানকে খেলায় ফেরান শান মাসুদ।