পুলিশের অনুষ্ঠানে নাচবেন ফেরদৌস-মাহি
এনটিভি
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫০
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের মঞ্চে নেচে ঝড় তুলবেন চিত্রনায়ক ফেরদৌস ও নায়িকা মাহিয়া মাহি। এবারই প্রথম কোনো মঞ্চে এক হচ্ছেন দুই তারকা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ গৌরবময় সেবার ৪৪ বছর পেরিয়ে ৪৫ বছরে পদার্পণ করেছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) নানা আয়োজন ও কর্মসূচির মাধ্যমে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে ডিএমপি। আজ সন্ধ্যায় আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচবেন ফেরদৌস ও মাহিয়া মাহি। এ ছাড়া নাচবেন কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ ও নায়িকা মিষ্টি জান্নাত। অনুষ্ঠানটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে