কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুশফিকের সমালোচনায় রমিজ রাজা

ঢাকা টাইমস প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:২১

পারিবারিক কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে বিরত থাকছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের তিন দফায় সফরে টাইগার বাহিনী সঙ্গ দিতে ব্যর্থতা প্রকাশ করেছেন শুরুতেই। টি-টোয়েন্টি সিরিজের পর প্রথম টেস্টেও তাকে ছাড়াই খেলছে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় দলে মুশফিকের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দিয়ে অসময়ে দলের পাশে না থাকায় তাকে নিয়ে সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। মুশফিককে ছাড়া দলের অবস্থা ছন্নছাড়া। সিনিয়র ও ধারাবাহিক এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের অভাব স্পষ্ট রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসেও। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে এদিন স্কোর বড় করতে পারেনি টাইগাররা। মুশফিক পাকিস্তান সফরে না আসায় তার সমালোচনায় মুখর হয়েছেন রমিজ। পুরো দল পাকিস্তান সফরে এলেও মুশফিকের পাকিস্তান সফরে অসম্মতি আহত করেছে রমিজকে। সংবাদমাধ্যমের সাথে আলাপকালে মুশফিকের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করতে পিছ পা হননি আলোচিত এই ক্রিকেট বিশ্লেষক। রমিজ বলেন, ‘পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় ভরসা করে পুরো দল যেখানে সফরে এসেছে, সেখানে মুশফিকের অসম্মতির কোনো যৌক্তিক কারণ দেখছি না। মুশফিকের এমন সিদ্ধান্ত হতাশাজনক।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও