কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

'দালাল' ধরতে গিয়ে চাপে হাইকমিশন

সমকাল প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৩

দালাল হিসেবে চিহ্নিত করে যাদের ফেরত পাঠানো হয়েছিল, দেশে ফিরে তারা অভিযোগ তুলেছেন- ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাই দুর্নীতিতে জড়িত। প্রবাসী কর্মীদের তারা নির্যাতন করছে। অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।তবে হাইকমিশনের বক্তব্য, অভিযোগকারীরা মানব পাচারে জড়িত। তারা মিথ্যা অভিযোগ দিয়ে হাইকমিশনকে চাপে ফেলে ব্রুনাইয়ে ফিরে ভিসা কেনাবেচার অবৈধ ব্যবসা চালুর পাঁয়তারা করছে। ভিসা কেনাবেচা চললে বন্ধ হবে ব্রুনাইয়ের শ্রমবাজার।দূতাবাসের তথ্যানুযায়ী, গত দুই বছরে নিয়োগকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশন মাত্র আট হাজার ৪২৭ জন কর্মীর ভিসা সত্যায়িত করেছে। এ সময় ব্রুনাইয়ে গেছেন প্রায় ৩৪ হাজার বাংলাদেশি কর্মী। এ হিসাবে প্রায় ২৬ হাজার কর্মীকে ভুয়া নিয়োগপত্রে ২০১৮ ও ২০১৯ সালে ব্রুনাই নেওয়া হয়েছে। তারা কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিদেশ যাওয়ার খরচ তুলতে ব্রুনাইয়ে ভিক্ষাবৃত্তি, মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। এতে দেশটির শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও