চীনে সেই ১৭২ বাংলাদেশি শিক্ষার্থীর পাশে বাংলাদেশ দূতাবাস
চীনে করোনাভাইরাসে মৃত্যুঝুঁকির মধ্যেই হুবেই প্রদেশে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীরা দ্রুত দেশে ফেরার আকুতি জানিয়েছেন। এরই মধ্যে তাদের পাশে দাঁড়িয়েছে বেজিংয়ের বাংলাদেশ দূতাবাস। তাদেরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে এক বিবৃতিতে জানানো হয়। একইসঙ্গে, শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণ খাবার সরবরাহ করা হয়েছে বলেও জানানো হয়। সম্প্রতি চীনের উহান প্রদেশ থেকে তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। তবে হুবেই প্রদেশের থ্রি গর্জেস ইউনিভার্সিটিতে এখনো আটকে আছেন ১৭২ জন বাংলাদেশি শিক্ষার্থী। করোনার কারণে এলাকাটিতে বন্ধ রয়েছে খাবার, পানিসহ সব সুযোগ সুবিধা। এরই মধ্যে দেশে ফেরার করুণ আকুতি জানিয়েছেন বাংলাদেশের এক শিক্ষার্থী। চীনের হুবেই প্রদেশে আটকে পরা শিক্ষার্থী দ্বীপায়ন রায় বলেন, 'আমরা ঘরের বাইরে যেতে পারি না। আমাদের খাদ্যের সমস্যা। পানির সমস্যা।