কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বুলেটপ্রুফ কফিতেই কমবে ওজন ও খিদে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩১

কিটোজেনিক ডায়েট মানেই মজার খাবার খেয়ে ওজন কমানোর প্রতিযোগিতা। এই ডায়েটের সঙ্গে যারা পরিচিত কিংবা অভ্যস্ত তারা অবশ্যই জানেন বুলেটপ্রুফ কফি সম্পর্কে। ওজন কমাতে এই উচ্চ কলোরিসম্পন্ন কফিতেই রাখুন ভরসা।  তবে অনেকেই সঠিকভাবে হয়ত এই কফি তৈরি করতে পারেন না। আবার এর সব উপাদান সহজলভ্য না হওয়ায় কফিটি হয়ত ঠিক ভাবে তৈরি করা সম্ভব হয় না। এবার তবে জেনে নিন বুলেটপ্রুফ কফি তৈরির সঠিক নিয়ম ও উপাদানসমূহ সম্পর্কে- উপকরণ: কফির গুঁড়া এক চা চামচ, কফিমেট ৩ চা চামচ, চিনি এক চা চামচ, গরম পানি এক কাপ, আধা চা চামচ মাখন ও ১ টেবিল চামচ নারকেল তেল। প্রণালী: প্রথমে একটি কাপে কফি গুঁড়া নিয়ে সামান্য পানি দিয়ে গুলিয়ে নিন। এরপর কফিমেটও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও