বোধনের তেত্রিশ বছর কাটলো

দৈনিক আজাদী প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৯

নগরীর জেলা শিল্পকলা একাডেমীতে ৭,৮ ও ৯ জানুয়ারি বেশ জাঁকজমকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন করেছে বোধন। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথমদিন “তেত্রিশ বছর কাটলো” শীর্ষক এ আয়োজন ফানুস ও প্রদীপ প্রজ্বালনে উদ্বোধন করেন জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। অতিথি ছিলেন কবি বাদল সৈয়দ, বোধণ রূপকার রণজিৎ রক্ষিত’র সহধর্মিনী দীপ্তি রক্ষিত। এ সময় শিমুল মুস্তাফা বলেন, আদর্শে মতানৈক্য থাকলেও ভালো কাজে অনুপ্রেরণা দিতে হয়। তবেই শিল্পের শিল্পভাবনা এগিয়ে নেয়া যায়। এ পর্যায়ে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র সভাপতি সোহেল আনোয়ার’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম আবদুল আজিজ। সঞ্চালনায় ছিলেন বোধনের অর্থ সম্পাদক অনুপম শীল। এদিকে উদ্বোধনী আবহ প্রতিষ্ঠাবার্ষিকীর ক্ষণেক্ষণে প্রাণে প্রাণে সঞ্চার করেছে দৃষ্টিনন্দন নানানরঙের সাজসজ্জায়। কিন্তু মঞ্চ জুড়ে কবিতায় অবারিত ভালোলাগা এনে দেয় আমন্ত্রিত কবি কামরুল হাসান বাদল, কবি সারাফ নাওয়ার, আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর, মসরুর হোসেন, দেবাশীষ রুদ্র। এ পর্যায়ে সেই সাবলীলতায় রেশে যুক্ত হন আবৃত্তিশিল্পী সেলিম উদ্দিন ভূইঁয়া, অনিক মহাজন, সাদ হাসান, নাহিদ নেওয়াজ এবং বোধনের শিশির বড়ুয়া ও ঋতু সাহা। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথমদিন একের পর এক কবিতায় শিল্পীমন উজাড় করে শ্রোতাদের মোহাবিষ্ট দ্বার খুলে দেন বরেণ্য আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও