শীর্ষেন্দুর প্রথম উপন্যাস আসছে বড়পর্দায়
জনমানুষে ভরা ব্যস্ত শহরে একাকীত্বের সঙ্গে এক যুবকের যুদ্ধ করার গল্প বলেছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার প্রথম উপন্যাস ‘ঘূণপোকা’য়। দুই মলাটের সেই উপন্যাস এবার আসছে সিনেমার পর্দায়।
আনন্দবাজার লিখেছে, পরিচালক পলাশ দে উপন্যাসটির স্বত্ব নিয়েছেন সিনেমা তৈরির জন্য।
তিনি বলেন, “বাংলায় লেখা হলেও আন্তর্জাতিক স্তরের এই উপন্যাসের আলাদা গুরুত্ব রয়েছে। এর মধ্যে সমাজের অনেকগুলো মানুষের সফর রয়েছে, যার সঙ্গে আজও পাঠক নিজেদের মিল খুঁজে পান। জীবনকে উদযাপন করে, এ রকম একটা উপন্যাস নিয়ে সিনেমা তৈরি হওয়া প্রয়োজন বলেই আমার মনে হয়েছিল।”
পলাশ মনে করেন বাংলা সাহিত্যে গল্পের অভাব নেই, চাইলে ভালো সিনেমা তৈরি হতেই পারে। তবে ভালো গল্পের কাজ নিয়ে অনেক প্রযোজকই ‘আগ্রহী হন না’ বলে আক্ষেপ করেছেন পলাশ।
তিনি বলেন, ‘‘নগরজীবনে একাকীত্ব কিন্তু শীর্ষেন্দুর উপন্যাসেও রয়েছে। অথচ দর্শক হিসেবে আমরা বেশির ভাগ সময়েই বিদেশি সিনেমাকে প্রাধান্য দিই।”
পলাশ জানিয়েছেন গত বছর তিনি ‘ঘুণপোকা’র স্বত্ব কিনেছেন। তার পর থেকে এই সিনেমা নিয়ে ধীরে ধীরে প্রস্তুতি নিতে শুরু করেছেন। কয়েকটি প্রযোজনা সংস্থার সঙ্গেও সিনেমাটি বানাতে কথা সেরেছেন তিনি।