You have reached your daily news limit

Please log in to continue


একুশে পদক পাচ্ছেন ২০ গুণী

জাতীয় ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এবার ২০ জন বিশিষ্ট ব্যক্তিকে এবার একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে। সেই সঙ্গে মৎস্য গবেষণা ইনস্টিটিউটও পাচ্ছে একুশে পদক।বুধবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে তাঁদের নাম ঘোষণা করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়জুর রহমান ফারুকী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠান আয়োজন করবে।এবার ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গবেষণা, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০ জনকে এই পদক দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে চারজনকে মরণোত্তর পদক দেওয়া হবে। এছাড়া একটি প্রতিষ্ঠানও রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন