জাপানে প্রমোদতরীর ১০ আরোহীর দেহে করোনা শনাক্ত, আরো আক্রান্তের আশঙ্কা
এনটিভি
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪০
জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙর করানো একটি প্রমোদতরীর কমপক্ষে ১০ আরোহীর দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীর তিন হাজার ৭০০ আরোহীর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে। এখনো আরোহীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। তাই আরো আরোহীর দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ৮০ বছরের এক হংকংয়ের নাগরিককে নামিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে ওই প্রমোদতরীটি গতকাল মঙ্গলবার পরীক্ষার জন্য পৃথক করে রেখেছিল জাপান। জাপানি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে,