৪২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আদম তমিজিকে আইনি নোটিশ
দুবাইতে বাড়ি ক্রয় সংক্রান্ত বিষয়ে প্রায় ৪২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদম তমিজি হককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানের পক্ষে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সাকিব মাহবুব এ নোটিশ পাঠান। আইনজীবী পরে বিষয়টি গণমাধ্যমকেও নিশ্চিত করেন। নোটিশে বলা হয়েছে, আদম তমিজি হক দুবাইয়ে একটি বিলাসবহুল ভিলা বাড়ি ৬৬.৪ কোটি টাকা দামে কিস্তিতে ক্রয়ের জন্য ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানের সঙ্গে ২০১৯ সালের ২৮ আগস্ট চুক্তি করেন। চুক্তিতে উইলিম্যানকে ৮৪টি সমান কিস্তিতে বিক্রয়মূল্য দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে, বিক্রয়মূল্যের সম্পূর্ণ অর্থ পরিশোধের
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.