'জাতীয় সংগীতে বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা', কর্মীদের দাবি ওড়াল প্যান্টালুনস
এইসময় (ভারত)
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫০
kolkata news: কর্মীদের অভিযোগ ছিল, অভিযোগ, ২০১৯ সালের ১৫ অগস্ট কর্মীরা সকলে মিলে জাতীয় সঙ্গীত গেয়েছিলেন, সেইসঙ্গে ইংরেজি গান বন্ধ করে দেশাত্মবোধক গানের দাবিও জানিয়েছিলেন তাঁরা। তাতেই কর্তৃপক্ষের চক্ষুশূল হয়ে পড়েন তাঁরা। ঘটনাটি ঘটেছিল হাওড়ার অবনী মলে প্যান্টালুনসের শোরুমে। শুধু তাই নয়, কর্মীদের জোর করে 'নমস্কার'-এর বদলে 'নমস্তে' বলতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। তার প্রতিবাদের মাশুল হিসেবেই কর্মীদের বরখাস্ত করা হয়, উঠেছে এমন অভিযোগও।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অভিযোগ
- জাতীয় সংগীত
- ভারত