কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীনফেরত বাংলাদেশিদের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি নেই : আইইডিসিআর

এনটিভি প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৫

চীনফেরত ৩১২ বাংলাদেশির মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া সাতজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নেই বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এ ছাড়া বাকিদের শারীরিক অবস্থা স্বাভাবিক বলেও জানানো হয়। আজ সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা। এ সময় আইইডিসিআর পরিচালক বলেন, ‘চীন থেকে ফেরত আসার পর সব যাত্রীকে আমরা বিমানে থাকা অবস্থাতেই স্ক্রিনিং করি। সেখানে ৩১২ জনের মধ্যে আটজনের শরীরের তাপমাত্রা তুলনামূলক বেশি ছিল। পরে আমরা ওই আটজনকে হাসপাতালে পর্যবেক্ষণের জন্য পাঠাই। এর মধ্যে সাতজনকে আমরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠাই। তাঁদের মধ্যে এক নারীকে আমরা সিএমএইচে পাঠাই। ওইদিনই আমরা আটজনের কাছ থেকে নমুনা সংগ্রহ করি। পরে গতকাল পরীক্ষার ফলাফল পাই। ফলাফলে আমরা জানতে পারি, ওই আটজন করোনাভাইরাসে আক্রান্ত নন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও