এসএসসি শুরুর আগে ২৫ ফেসবুক আইডি পেজ ব্লকড

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৮

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে বিভ্রান্তি ও প্রতারণার ফাঁদ পাতার অভিযোগে ১০টি ফেসবুক আইডি, ১৫টি পেজ এবং কয়েকটি গ্রুপ ব্লক করা হয়েছে। এসব আইডির অসংগতিগুলো ফেসবুক কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সেগুলো নিয়মতান্ত্রিকভাবে ব্লক করিয়েছে পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট। পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট সূত্র জানায়, এসএসসি শুরুর প্রায় ১ মাস আগ থেকে অনলাইনে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী ও প্রতারণা চক্রের সন্ধানে মনিটরিং বাড়ানো হয়। এসময় অনেকগুলো ফেসবুক আইডি, পেজ ও গ্রুপে প্রশ্নফাঁস বিভ্রান্তির বিষয়ে পোস্ট দেখা যায়। তাদের মধ্যে সবচেয়ে বড় গ্রুপটির অ্যাডমিনকে সম্প্রতি গ্রেফতার করেছে সাইবার ইউনিট। ব্লক করে দেয়া হয়েছে গ্রুপটি। এ বিষয়ে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, ‘এসএসসির প্রশ্ন কোনোভাবেই ফাঁস হওয়ার সুযোগ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও