![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/02/01/f44735b76782dab045bd120e09075636-5e35b3bd0c7c4.jpg?jadewits_media_id=1505845)
টাকায় বিকোয় না সালমার হৃদয়
প্রথম আলো
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০০
মেক্সিকান-মার্কিন অভিনেত্রী সালমা হায়েক (৫৩) আর ফরাসি ধনকুবের ফ্রাঙ্কো-হেনরি পিনাল্টের (৫৭) বিয়ের এক যুগ হতে চলল। তবু এই হাই প্রোফাইল বিয়ে নিয়ে বন্ধ হয়নি সমালোচকদের কটু মন্তব্য। যতবার সালমা হায়েক সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা ভিডিও প্রকাশ করেছেন বা জনসমক্ষে দামি প্রসাধনী নিয়ে, দামি পোশাক পরে এসেছেন, ততবার তাঁর সৌন্দর্যের গুণগানের সঙ্গে এ-ও বলা হয়েছে, আভিজাত্য না দেখিয়ে থাকতে পারেন...