
খুঁজে পাওয়া যাচ্ছে না বিএনপির পোলিং এজেন্ট
ইত্তেফাক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৭
চলছে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছেনে বিএনপি মনোনীত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী ইশরাক ইশরাক হোসেন। কিন্তু দুই সিটির বেশ কিছু কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই উপস্থিত নেই বিএনপির পোলিং এজেন্টরা। ইশরাক প্রায় ১৪ কেন্দ্রে নিজ এজেন্টদের হুমকি দেয়ার অভিযোগ করলেও নিজ কেন্দ্রে গিয়ে সুষ্ঠু পরিবেশ রয়েছে বলে জানান। একইভাবে অভিযোগ করেছেন ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। যদিও নিজ ভোট কেন্দ্র নিয়ে কোন অভিযোগ করেননি তিনি। ঢাকা দক্ষিণের বেশ কিছু কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের উপস্থিতি না দেখে প্রিজাইডিং অফিসারদের কাছে জানতে চাইলে তারা বলেন, সকাল থেকেই বিএনপির পোলিং এজেন্টরা আসেননি। তাদেরকে বের করে দেয়ার কোন অভিযোগও পাইনি আমরা। একই অবস্থা ঢাকা উত্তরের কেন্দ্রগুলোতে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে