খুবির হলে মাদকাসক্ত হয়ে রাতভর ৫ শিক্ষার্থী নির্যাতন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২০, ১০:৪৭
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একটি কক্ষে মাদকাসক্ত হয়ে পাঁচ শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই পাচঁজন ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নির্যাতনকারীরা একই বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। এ বিষয়ে গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভুক্তভোগী শিক্ষার্থীরা বিভাগের প্রধান বরাবর লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত এক বছর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তথাকথিত মিটিংয়ের নামে ভুক্তভুগীদের মানসিক নির্যাতন করা হচ্ছিল। যার ক্ষোভ থেকে তারা চতুর্থ বর্ষের মশিউর রাজাকে আপত্তিকর দুইটি খুদেবার্তা পাঠান।