কুমারীত্ব পুনরুদ্ধার: কেন নিষিদ্ধ করার দাবি উঠেছে?
নারীদের কুমারীত্ব পুনরুদ্ধারের নামে শল্যচিকিৎসা নিষিদ্ধ করার দাবি করছেন যুক্তরাজ্যের আন্দোলনকারীরা। তারা বলছেন, সমাজচ্যুত হওয়া বা হত্যার শিকার হওয়ার ভয়ে নারীরা এই কাজ করছেন। বর্তমানে যুক্তরাজ্য জুড়ে অন্তত ২২টি বেসরকারি ক্লিনিক রয়েছে, যারা যৌনি পর্দা পুনরুদ্ধারের অস্ত্রোপচার করে থাকে। যুক্তরাজ্যের আন্দোলনকারীরা সরকারের কাছে অনুরোধ করছেন যেন কুমারীত্ব পুনরুদ্ধার শল্যচিকিৎসা বেআইনি বলে ঘোষণা করা হয়। যে নারীরা এই শল্যচিকিৎসার সহায়তা নেন, তাদের বেশিরভাগই রক্ষণশীল পরিবার থেকে আসা মুসলমান নারী। বিয়ের আগে তারা যৌন সম্পর্ক করেছেন, সেটা তাদের স্বামী বা পরিবার বুঝতে পারলে সমাজচ্যুত, এমনকি হত্যাও করতে পারে, এমন আশঙ্কায় নারীরা এই ঝুঁকি নেন। তারা এমন একটি প্রক্রিয়ার সহায়তা নেন, চিকিৎসা ব্যবস্থায় যাকে বলা হয় 'রিভার্জিনাইজ' যার অর্থ পুনরায় কুমারী করে তোলা। এটি 'হাইমেনোপ্লাস্টি' নামেও পরিচিত।