![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/28/b6d7b520cda38387f1a1fe60a6fa38ac-5e2fb5b01dc71.jpg?jadewits_media_id=1504393)
‘গুলি মারো’ বিপত্তি
প্রথম আলো
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০, ১০:১৫
বিতর্কিত স্লোগানের কারণে সমালোচনায় পড়েছেন ভারতের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। গতকাল সোমবার দিল্লিতে নির্বাচনী প্রচারের মধ্যে অনুরাগ ঠাকুর মাথার ওপর দুহাত তুলে তালি দিয়ে স্লোগান দেন, ‘দেশদ্রোহীদের গুলি করে মারো।’ দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের রিথালা এলাকায় অনুরাগ ঠাকুরের ওই প্রচারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।